কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন এ টু জেট

আর্টিকেলে স্ক্রিনশট যুক্ত করার নিয়ম সম্পর্কে জানুন [ এ টু জেট ]প্রিয় পাঠক, এসএস রাইফেল আইটিতে আপনাকে স্বাগতম। আপনি হয়তো নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন। কিন্তু তার জন্য সঠিক তথ্য খুজে পাচ্ছেন না। কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আরো আলোচনা করবো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার প্রসেসর এবং মাদারবোর্ড সম্পর্কে।
কম্পিউটার-কেনার-আগে-যে-বিষয়গুলো-খেয়াল-করবেন
নিচের এই আর্টিকেলে আমরা চেষ্টা করেছি কম্পিউটার কেনার আগে যাবতীয় তথ্য সম্পর্কে ধারণা দেওয়ার। এছাড়াও এর সাথে সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনার অনেক উপকারে আসবে। তাহলে এবার চলুন সেই সকল বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

ভূমিকাঃ কম্পিউটার কেনার আগে যে তথ্য গুলো আপনাকে জানতে হবে

কম্পিউটার হলো আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র এটা আমরা সবাই জানি। তাই সবার ইচ্ছা থাকে একটা ভালো কম্পিউটার কেনার। একটা ভাল কম্পিউটার কিনতে হলে কম্পিউটার বিষয়ে কিছু জানা দরকার। কম্পিউটার কেনার আগে আপনাকে কিছু তথ্য জানতে হবে। আপনাদের সেরকমই কিছু বিষয়ে আজকে জানাবো।
কম্পিউটার-কেনার-আগে-যে-বিষয়গুলো-খেয়াল-করবেন

কম্পিউটার কেনার সময় প্রথমে কয়েকটি জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে। যেখান থেকে কম্পিউটার কিনবেন সেইখানকার সেই দোকান ক্রেতাদের কেমন গ্রাহক সেবা দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে পরিচিতরা সাহায্য করতে পারে। বাজার অনেক সময় খোলা হার্ডওয়ার পাওয়া যায়। এগুলো কখনো কিনবেন না।

আপনি কম্পিউটার এক্সপার্ট না হলেও অন্ততপক্ষে Processor, Motherboard, RAM, HDD, ODD, Graphics Card, Casing এগুলো একই দোকান থেকে কিনবেন। তারা আপনাকে এগুলো সঠিকভাবে কনফিগার করে দিবে। এবার আমি আপনাদেরকে কম্পিউটারের প্রত্যেকটি মূল আলাদা আলাদা পার্টস সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করব এবং এগুলো কেনার সময় কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কেও ধারণা দেয়ার চেষ্টা করব।

প্রসেসর (Processor) --

প্রথমেই বলবো প্রসেসরের কথা। প্রসেসর হল কম্পিউটারের প্রধান জিনিস। এটাকে কম্পিউটারের প্রাণও বলা হয়। প্রসেসর কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই সিপিইউ বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইন্টেল।

আরও পড়ুনঃ অনলাইনে প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার নিয়ম জানুন ২০২৫ 

প্রসেসরের সিরিজ কি সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে আপনার কম্পিউটারের স্পিড তত বাড়বে। প্রসেসর গুলোর মধ্যে Core-i3, Core-i5, Core-i7 এবং Core-i9 জনপ্রিয়। একটি ভালো মানের পিসি বিল্ড করতে হলে অবশ্যই আপনাকে একটি ভালো মানের প্রসেসর বেছে নিতে হবে।


আপনি যদি ভারী প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপডেট জেনারেশনের প্রসেসর নিতে হবে। যেমন Intel Core-i3, core-i5, core-i7, core-i9 এর ১০ জেনারেশন, ১১ জেনারেশন, ১২ জেনারেশন, ১৩ জেনারেশন এবং ১৪ জেনারেশন। কিন্তু আপনি যদি মোটামুটি ধরনের কাজ করতে চান তাহলে core-i5 এর ১০ জেনারেশন থেকে ১৪ জেনারেশন এর একটি প্রসেসর নিতে পারেন।


এর সাথে ৮ জিবি RAM, একটি ভাল মানের M.2 NVME এবং ২ জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যদি একটি পিসি বিল্ড করেন এই কনফিগারের কম্পিউটার দিয়ে কিন্তু মোটামুটি সব ধরনের কাজ করা সম্ভব হবে। আর আপনি যদি নরমাল কাজ করতে চান তাহলে core-i3 অথবা core-i5 এর ৪ জেনারেশনের প্রসেসর নিতে পারেন।

মাদারবোর্ড (Motherboard) --

মাদারবোর্ডে কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত থাকে। মাদারবোর্ড কিনার আগে অবশ্যই প্রসেসর সাপোর্ট হতে হবে এরকম টা দেখে মাদারবোর্ড কিনবেন।কম্পিউটার হার্ডওয়ার পার্টস গুলোর মধ্যে মাদারবোর্ড খুব ইম্পরট্যান্ট একটা পার্টস। মাদারবোর্ড দুই সিরিজের হয়ে থাকে।

আরও পড়ুনঃ চুলপড়া সমস্যার সমাধান করুন ঘরোয়া উপায়ে
একটি হলো ইন্টেল এবং আরেকটা হলো এএমডি। আপনি ইন্টেল মাদারবোর্ড নিবেন নাকি এএমডি মাদারবোর্ড নিবেন এটা কেনার ক্ষেত্রে দুটো জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে ভ্যালুয়েবল ব্র্যান্ড এবং আরেকটা হচ্ছে কোন জেনারেশনের মাদারবোর্ড আপনি নিবেন।


আপনি যদি মোটামুটি ভারী প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন গেমস তাহলে আপনাকে অবশ্যই আপডেট জেনারেশনের মাদারবোর্ড চুজ করতে হবে। সেটা হতে পারে ১০ জেনারেশন, ১১ জেনারেশন, ১২ জেনারেশন, ১৩ জেনারেশন এবং সর্বশেষ ১৪ জেনারেশনের মাদারবোর্ড।


কিন্তু আপনি যদি নরমাল কাজগুলো করতে চান যেমন - অফিস প্রোগ্রাম, পাওয়ার পয়েন্ট, ইউটিউবিং, নেট ব্রাউজিং ইত্যাদি এগুলোর ক্ষেত্রে ৪ জেনারেশন, ৫ জেনারেশন অথবা ৬ জেনারেশন এর মাদারবোর্ড নিতে পারেন। মাদারবোর্ডের জন্য ভালো ব্র্যান্ড হলো গিগাবাইট, আসুস ইত্যাদি।

মনিটর (Monitor) --

মনিটর হল কম্পিউটারের প্রধান আউটপুট। মনিটরের জন্য ভালো ব্র্যান্ড হলো স্যামসাং, ফিলিপস, এলজি, এইচপি, আসুস। মনিটর কেনার সময় লক্ষ্য রাখবেন এলসিডি অথবা এলইডি দুই রকমের মনিটর পাওয়া যায়।
আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন। বর্তমানে অনেক মনিটরেরই বিল্ট ইন টিভি টোনার থাকে। এই মনিটর গুলো দিয়ে একই সাথে টিভি দেখা এবং কম্পিউটার এর কাজ করা যায়। টিভিটোনার মনিটরের সাথে না থাকলে আপনি প্রয়োজনে আলাদাভাবে টিভি কার্ড নিতে পারেন।

এলসিডি মনিটর গুলো স্কয়ার এবং ওয়াইড স্ক্রিন এই দুই ধরনেরই হয়। আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনি তা সিলেক্ট করবেন। তুলনামূলকভাবে এলসিডি মনিটরের চাইতে এলইডি মনিটরে ভালো ছবি দেখা যায়। তাছাড়া এলইডি মনিটরে ছবি দেখতেও স্বাচ্ছন্দ বোধ হয়। আমাদের সাজেশন অনুযায়ী এলইডি মনিটর ভালো।

RAM --

RAM কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে সাহায্য করে। রামের জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে ট্রানসেন্ড, টুইনমোস ইত্যাদি। RAM কেনার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। RAM এর পরিমাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বৃদ্ধি পাবে। ৪ জিবি RAM হলে ভালো কিন্তু ৮ জিবি RAM হলে আরো বেশি ভালো হবে।

আরও পড়ুনঃ হৃদরোগ বা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে বিস্তারিত জানুন
আবার যদি আপনার কম্পিউটারে ১৬ জিবি RAM লাগান তাহলে আরো বেশি ভালো হবে। সে ক্ষেত্রে আপনি কম্পিউটারের স্পিডটা আরো বেশি পাবেন। RAM এর ধরন উন্নত হলে তা কম্পিউটারের গতি আরো বৃদ্ধি করবে।

হার্ডডিস্ক ড্রাইভ (HDD) --

হার্ডডিস্ক ড্রাইভ কে সংক্ষেপে HDD বলা হয়। কম্পিউটারের তথ্য হার্ডডিস্কের মধ্যে জমা থাকে। এটি কম্পিউটারের ভার্চুয়াল RAM হিসেবেও কাজ করে। হার্ডডিস্কের ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, ট্রানসেন্ড ইত্যাদি। এটি কেনার সময় লক্ষ্য রাখবেন সাধারণভাবে হার্ডডিক্সের স্টোরেজ ক্ষমতা বেশি হলে, বেশি তথ্য জমা রাখতে পারবে।

আরও পড়ুনঃ ঘন-ঘন মাথা ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে নিন

হার্ডডিক্সের আরপিএম বেশি হলে এর ডাটা ট্রান্সফার রেট বেশি হবে। মাদারবোডের পোর্ট সাটা হলে হার্ডডিক্সও সাটা কিনতে হবে। এক্সটার্নাল হার্ডডিস্ক এর ক্ষেত্রে আপনার মেইন বোর্ডের ইউএসবি ৩.০ থাকলে ইউএসবি ৩.০ হার্ডডিস্ক কেনাই ভালো।

পাওয়ার সাপ্লাইয়ার --

অনেকেই কম্পিউটার বিল্ড আপ করতে গেলে প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এগুলো নিয়ে বেশি চিন্তা করি বা ভাবি। কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো অনেকে খুব বেশি ভাবেন না কারণ এটার ক্ষেত্রে অনেকেরই গুরুত্ব কম। কারণ এটার প্রয়োজনিয়তা অনেকে জানেন না।

কিন্তু পাওয়ার সাপ্লাই হলো কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ইত্যাদি এগুলো যত ভালো বা দামি হোক না কেন এই সবগুলোকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এগুলোকে রান করতে গেলে যে বিদ্যুতের প্রয়োজন হয় সেটা কিন্তু পাওয়ার সাপ্লাই এর মাধ্যমেই হয়।

এ পাওয়ার সাপ্লাইটা যদি ভালো না হয় বা সঠিকভাবে কনফিগার করতে না পারেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে সমস্যা দেখা দিতে পারে। যেমন - কম্পিউটার হ্যাং হতে পারে, শর্ট সার্কিট হয়ে পুড়ে যেতে পারে, অন্যান্য পার্টসগুলো দীর্ঘ সময় ভালো চলবে কিনা এগুলো অনেকাংশে পাওয়ার সাপ্লাই এর উপরে নির্ভর করে।

তাই এই পাওয়ার সাপ্লাই কম্পিউটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনি কম্পিউটার নিতে চাইলে অবশ্যই একটি ভালো পাওয়ার সাপ্লাই নিতে পারেন।

অপটিক্যাল ডিস্ক ড্রাইভ (ODD) --

ওডিডি হলো সিডি ডিভিডি প্লেয়ার রাইডার। ওডিডি এর জন্য ভাল ব্র্যান্ড হলো স্যামসাং, আসুস ইত্যাদি। অপটিক্যাল ডিস্ক ড্রাইভ কেনার আগে মনে রাখতে হবে সিডি প্লেয়ার এবং ডিভিডি প্লেয়ার এর মূল্য পার্থক্য কিন্তু খুবই কম।

সিভি প্লেয়ার ডিভিডি ক্যাসেট প্লে করতে পারেনা। কিন্তু ডিভিডি প্লেয়ার সিডি এবং ডিভিডি ক্যাসেট দুটোই প্লে করতে পারে। আপনি চাইলে কয়েকশ টাকা বেশি দিয়ে ডিভিডি রাইডার কিনতে পারেন। ডিভিডি রাইডার দিয়ে সবই করতে পারবেন।

গ্রাফিক্স কার্ড --

ভালো গেম খেলার জন্য বা গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য গ্রাফিক্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স কার্ড এর মধ্যে ভালো ব্র্যান্ড হলো আসুস, গিগাবাইট ইত্যাদি। ক্লক রেট, মেমোরি বোস্ট ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য গ্রাফিক্স কার্ডের ক্ষমতা পরিবর্তন হয়।
 
আপনি যদি কোন নির্দিষ্ট গেমের প্রতি আকৃষ্ট হন অথবা নির্দিষ্ট কোন সফটওয়্যার দিয়ে যদি কাজ করেন তবে সেই সেই সফটওয়্যার এর রিকুরমেন্ট অনুসারে নির্দিষ্ট চিপসের গ্রাফিক্স কার্ড কিনবেন।

কম্পিউটারের কেসিং (Casing) --

কেসিং হল কম্পিউটারের হার্ডডিস্ক, মেইনবোর্ড ওডিডি, পাওয়ার সাপ্লাই সাজিয়ে রাখার জন্য বক্স। কেসিং এর জন্য ব্র্যান্ড এতটা গুরুত্বপূর্ণ নয়। তবে মারকিউরি এবং গিগাবাইটের কেসিং গুলো ভালো হয়।

কিবোর্ড --

কিবোর্ড হলো কম্পিউটার ডিভাইস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ডিভাইস এর মধ্যে একটি। কিবোর্ডের জন্য ভালো ব্র্যান্ড হলে এ-ফোরটেক, ডিলাক্স, মারকিউরি ইত্যাদি। এটি কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বাংলা অক্ষর রয়েছে কিনা।

মাউস --

কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডিভাইস ইনপুট ডিভাইসের মধ্যে মাউস অন্যতম। মাউস এর জন্য ভালো ব্র্যান্ড হলো এ-ফোরটেক, মারকিউরি ইত্যাদ। আপনার হাতে ধরতে সুবিধা হয় এমন মাউস কিনবেন।

ইউপিএস --

ডেক্সটপ কম্পিউটারের জন্য ইপিএ ইউপিএস খুবই গুরুত্বপূর্ণ। ইউপিএস দুই ধরনের পাওয়া যায়। অনলাইন ইউপিএস এবং অফলাইন ইউপিএস। এদের মধ্যে পার্থক্য হল বিদ্যুৎ চলে গেলে অনলাইন ইউপিএস অন হতে কোন সময় নেয় না।

কিন্তু অফলাইন ইউপিএস অন হতে সামান্য সময় নেয়। সম্ভাবনা কম হলেও এই সামান্য সময়ে কম্পিউটারের পাওয়ার চলে গিয়ে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। তাই ইউপিএস কেনার সময় এগোতে লক্ষ্য রাখবেন।


আপনার চাহিদা অনুযায়ী ইউপিএস এর পাওয়ার সিলেক্ট করবেন। মনিটরের স্কিন বড় হলে, বেশি পাওয়ারের গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে, উন্নত প্রসেসর হলে বেশি পাওয়ারের ইউপিএস প্রয়োজন। দোকানে আপনার কম্পিউটারের কনফিগারেশন বলতে পারলে তারা আপনাকে সঠিক ইউপিএস দিতে পারবে।


সাধারণ একটি ইউপিএস এর ব্যাকআপটাইম ২০ থেকে ২৫ মিনিট। এর চেয়ে বেশি ব্যাকআপ টাইমের ইউপিএস কিনতে হলে মূল্য বেশি হতে পারে।

টিভি টোনার বা টিভি কার্ড --

কম্পিউটারের মনিটর কে একই সাথে টিভি দেখার প্রয়োজন হতে পারে। অনেকেই এলসিডি মনিটর এবং টিভি কার্ড কিনে টিভি দেখার পদ্ধতি ঝুঁকছেন। এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এলসিডি মনিটর নয় এলইডি মনিটর কিনুন। এতে করে ফলাফল ভালো পাবেন।


টিভি কার্ডের সুবিধা হল এর মাধ্যমে আপনি শুধু টিভি দেখতে পারবেন না অনুষ্ঠান রেকর্ড করে আপনার হার্ডডিস্ককে জমা রাখতে পারবেন। টিভি টোনার বা টিভি কার্ড অবশ্যই আপনার মনিটরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


দোকানে আপনার মনিটরের রেজুলেশন বা মডেল বললেই তারা সঠিকভাবে টিভি কার্ড বাছাই করে দিতে পারবে। টিভি কার্ডের জন্য ভালো ব্র্যান্ড হলো এভাল মিডিয়া, রিভারভিউ ইত্যাদি।

স্পিকার --

স্পিকার হলো কম্পিউটারের আরও একটি আউটপুট ডিভাইস। গানের প্রতি আপনার আসক্তি অনুযায়ী এটি কিনবেন। স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হলো মাইক্রোল্যাব, লজিটেক, ক্রিয়েটিভ ইত্যাদি।

শেষ কথা -- কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন

প্রিয় পাঠক, আপনি ওপরের আর্টিকেলের আপনি নতুন কম্পিউটার কেনার আগে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা সম্পর্কে অনেক তথ্যই জানতে পারলেন। আশা করছি আর্টিকেলটি পড়ার পর আপনি উপকৃত হবেন এবং এর মাধ্যমে আপনার বন্ধু-বান্ধবদের উপকৃত হতে সাহায্য করবেন।আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে কিংবা আপনার কোন উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু, প্রিয়জন বা পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। 

আর্টিকেলটি পড়ে তারাও উপকৃত হতে পারে। আপনার যদি আরোও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্ট করবো সেগুলোর উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। সব সময় সুস্থ্য থাকবেন এবং ভালো থাকবেন।
ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসএস রাইফেল আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url